কনটেন্টটি শেয়ার করতে ক্লিক করুন
আজ ২২ মে ২০২৩ তারিখে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে ঢাকা বিভাগীয় ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করেন মান্যবর বিভাগীয় কমিশনার জনাব মো. সাবিরুল ইসলাম। উদ্বোধনের পর সাংবাদিকগণের সাথে প্রেস ব্রিফিং করে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে সেবাপ্রত্যাশীরা কী কী সুবিধা পাবেন তিনি সেটির বিষয়ে আলোকপাত করেন। ভূমি ব্যবস্থা ডিজিটালাইজড করার মাধ্যমে ভূমি প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা সহ অতি সহজে অফিসে না গিয়ে অনলাইনে খাজনা পরিশোধ, ২৮ দিনের মধ্যেই নামজারি করা,মৌজা ম্যাপ সংগ্রহ,ডিজিটাল রেকর্ড রুম হতে খতিয়ান সংগ্রহ, সকল নথি ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ, নতুন জনবল নিয়োগ প্রদান, প্রায় ১২০০ এর অধিক নতুন ভূমি অফিস প্রতিষ্ঠা করাসহ সরকারপ্রদত্ত নির্ধারিত খরচে দ্রুতসময়ে হয়রানিমুক্ত সেবা প্রদানের ব্যাপারে প্রদীপ্ত অংগীকারসমূহ স্পষ্টীকরণ করা হয়। পূর্বের সাধারণ মানের সেবার পরিবর্তে বর্তমানে ডিজিটাল বাংলাদেশের সুফল প্রান্তিক পর্যায়ের মানুষের মাঝে পৌঁছে দেয়ার মাধ্যমে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা এবং মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্যে ভূমিসেবায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদেরকে দিকনির্দেশনা প্রদান করেন মান্যবর বিভাগীয় কমিশনার। জনগনের দোরগোড়ায় শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে সু্ষ্ঠু সুন্দর কর্মপরিবেশ বজায় রাখার লক্ষ্যে এবারের ভূমি সেবা সপ্তাহব্যাপী পালন হবে ঢাকা বিভাগের প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়নে।
প্রেস ব্রিফিং এ অন্যান্যদের মধ্যে ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনারগণ,বিভাগীয় কমিশনারের কার্যালয়ের কর্মকর্তাগণ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
কমিশনার ঢাকা বিভাগ
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস